রাশিয়ার তেল কেনা বন্ধ করবে ভারত, আশ্বাস দিয়েছেন মোদি: ডোনাল্ড ট্রাম্প

by naymurbd1999@gmail.com

রাশিয়া থেকে নাকি আর তেল কিনবে না ভারত। এমনটাই দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের । শুধু তাই নয়, এনিয়ে নাকি ট্রাম্পকে আশ্বস্ত করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বুধবার ট্রাম্পের এই মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে। যদিও ট্রাম্পের দাবি নিয়ে এখনও মুখ খোলেনি ভারত।ভ্রমণ প্যাকেজ উত্তরবঙ্গ

গতকাল হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প জানান, রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা ভারতের অব্যাহত রাখা নিয়ে প্রধানমন্ত্রী মোদির কাছে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। সেই অর্থের মাধ্যমেই ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে সুবিধা হচ্ছে রুশ প্রেসিডেন্টের। মার্কিন প্রেসিডেন্টের কথায়, ‘আমি খুশি ছিলাম না যে ভারত তেল কিনছে। কিন্তু তিনি (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি) আজ আমাকে আশ্বস্ত করেছেন যে, ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না। এটি একটি বড় পদক্ষেপ। এখন আমরা চিনকেও একই কাজ করতে বাধ্য করব।’

বিজ্ঞাপন
banner

ট্রাম্প এও দাবি করেছেন, রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করা জন্য ক্রমাগত কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে গিয়েছেন তিনি। তারপরই এই আশ্বাস দিয়েছেন মোদি। তবে ট্রাম্প একথাও জানিয়েছেন যে, ভারত এখনই রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে পারবে না। তাঁর কথায়, ‘এটা একটা প্রক্রিয়া, সঙ্গে সঙ্গে বন্ধ করা সম্ভব নয়। কিন্তু খুব শীঘ্রই সেই প্রক্রিয়া সম্পূর্ণ হবে।’ এরপর আমেরিকা ভারতকে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে দেখে কিনা, এবিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প মোদিকে ‘বন্ধু’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘তিনি (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি) আমার একজন বন্ধু। আমাদের একটি দুর্দান্ত সম্পর্ক রয়েছে।’

উল্লেখ্য, রুশ তেলের অন্যতম বড় ক্রেতা হল ভারত। তবে ওয়াশিংটনের দাবি, এই তেল বিক্রির টাকা দিয়েই ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাশিয়া। তাই রাশিয়া থেকে সব দেশ যাতে তেল কেনা বন্ধ করে দেয়, সেই চেষ্টাই করছে আমেরিকা। কিন্তু মস্কোর সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক সেই সোভিয়েত আমল থেকেই। রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ভারতের উপর অতিরিক্ত শুল্ক চাপিয়েছে আমেরিকা। তারপরেও নয়াদিল্লি সাফ জানিয়েছে, জাতীয় স্বার্থ ও বাজারের চাহিদার কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে। এরই মাঝে এই দাবি করে বসলেন ট্রাম্প। ফলে রুশ তেল কেনা বন্ধ করা হবে বলে সত্যিই আশ্বাস দিয়েছেন কিনা মোদি, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে সব মহলেই। এবার এনিয়ে ভারত কী জানায়, সেটাই দেখার।

এনআর/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222