পেহেলগামের ঘটনা মোদি সরকারের হিন্দুত্ববাদী নীতির ফলাফল: রবার্ট ভদ্র

by Nur Alam Khan

পেহেলগামের ঘটনার ফলে একদিকে যেমন কাশ্মীরে অবস্থানরত ভারতীয় বাহিনীর ৭ লাখ সৈন্যের অযোগ্যতা ফাঁস হয়ে গেছে, তেমনি মোদি সরকারের হিন্দুত্ববাদী নীতির মুখোশও খুলে পড়েছে বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট ভদ্র।

কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর জামাতা রবার্ট ভদ্র পেহেলগাম ঘটনার প্রতিক্রিয়ায় মোদি সরকারকে কঠোর ভাষায় আক্রমণ করেছেন।

বিজ্ঞাপন
banner

ভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা গেছে, প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট ভদ্র হিন্দুত্ববাদী নীতির সমালোচনা করে বলেছেন, ‘যখন ঘৃণা ছড়ানো মতাদর্শ প্রচার করা হয়, তখন তার প্রতিক্রিয়াও কঠোর হয়।’

তিনি আরও বলেন, ভারতে মুসলিম ও খ্রিস্টানসহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায় ধর্মীয় স্বাধীনতা পাচ্ছে না। মসজিদকে মন্দিরে রূপান্তর করা হচ্ছে, চার্চে আগুন লাগানো হচ্ছে। আমরা আমাদের দেশটাকে হিন্দু, মুসলমান এবং খ্রিস্টানে ভাগ করে ফেলেছি।

তিনি বলেন, ভারতে সংখ্যালঘুদের মধ্যে নিরাপত্তাহীনতা দিন দিন বেড়েই চলেছে।

রবার্ট ভদ্র বলেন, ‘পেহেলগামের ঘটনা সম্ভবত এই ঘৃণামূলক হিন্দুত্ব ভাবধারার প্রতিক্রিয়াও হতে পারে।’

সূত্র: সংবাদ প্রতিদিন ও জিও নিউজ।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222