মুমিনের জীবনের অনুপম পাঠ—‘সিরাতে রাসুলে কারিম (সা.)’

by naymurbd1999@gmail.com

মুমিনের জীবনে দিকনির্দেশনা ও আদর্শের একমাত্র নির্ভরযোগ্য উৎস হলো রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন—এ ভাবনাকেই সামনে রেখে প্রকাশিত হয়েছে গবেষণাধর্মী গ্রন্থ ‘সিরাতে রাসুলে কারিম (সা.)’। গ্রন্থটি রচনা করেছেন প্রখ্যাত আলেম মাওলানা হিফজুর রহমান সিওহারবি, অনুবাদ করেছেন হুসাইন আহমাদ খান, এবং প্রচ্ছদ এঁকেছেন কাজী যুবাইর।

সিরাতের এ গ্রন্থে লেখক উল্লেখ করেছেন—মুমিনের অনুপম জীবনের একমাত্র পাঠ্য হওয়া উচিত সিরাত। রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি ভালোবাসা ও মুহাব্বত বৃদ্ধি এবং তাঁর আদর্শ জীবনের প্রতিটি ক্ষেত্রে ধারণ করাই একজন মুসলমানের মৌলিক দায়িত্ব।

বিজ্ঞাপন
banner

গ্রন্থে আধুনিক যুগের চিন্তা ও বাস্তবতাকে সামনে রেখে পাঠকের উপযোগীভাবে কয়েকটি বিষয়ে বিশেষ দৃষ্টি দেওয়া হয়েছে—

  • প্রতিটি অধ্যায়ে কুরআনের আয়াত ও হাদিস সংযুক্ত করা হয়েছে, যাতে পাঠক দলিলভিত্তিকভাবে সিরাতের গুরুত্ব অনুধাবন করতে পারেন।
  • অধ্যায়ের শেষে ‘সারকথা’ ও প্রশ্নাবলি যুক্ত করা হয়েছে—যা শিক্ষার্থী ও সাধারণ পাঠক উভয়ের জন্য সহায়ক হবে।
  • বিতর্কিত বিষয়গুলো সংক্ষিপ্ত গবেষণার মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে, যাতে অমুসলিমদের উত্থাপিত বিভ্রান্তির উত্তর দেওয়া যায়, তবে বিতর্কমূলক ভাষা পরিহার করা হয়েছে।
  • গ্রন্থের শুরুতে ইতিহাস বিষয়ক একটি ভূমিকা রাখা হয়েছে, যা পাঠকের মধ্যে ইতিহাসচর্চার আগ্রহ জাগাবে।
  • ঘটনাগুলো পুরোপুরি বর্ষক্রম অনুযায়ী সাজানো না হলেও হিজরতের পূর্ব ও পরবর্তী ঘটনাগুলো ধারাবাহিকভাবে উপস্থাপন করা হয়েছে, যাতে বোঝা ও মনে রাখা সহজ হয়।

লেখকের ভাষায়, সিরাত অধ্যয়ন শুধু তথ্য জানার বিষয় নয়; বরং এটি এমন এক জীবনপাঠ, যা একজন মুমিনকে নৈতিকতা, দয়া, ও ন্যায়ের পথে পরিচালিত করে। গ্রন্থটি সেই উদ্দেশ্যেই রচিত—যাতে মুসলমান ও অমুসলিম পাঠক উভয়েই রাসুলুল্লাহ (সা.)-এর জীবন থেকে অনুপ্রেরণা নিতে পারেন।

বই: সিরাতে রাসুলে কারিম (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)
লেখক: মাওলানা হিফজুর রহমান সিওহারবি
অনুবাদক: হুসাইন আহমাদ খান
প্রচ্ছদশিল্পী: কাজী যুবাইর
প্রকাশনা: ইলহাম
পৃষ্ঠা: ৩৮৪
মূল্য: ৬৫০ টাকা

এনআর/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222